মাননীয়া সাংসদ মহুয়া মৈত্র-সহ একাধিক সাংসদকে প্রকাশ্যে হেনস্থা করছে বিজেপি-পরিচালিত দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার আগেই আমাদের সাংসদদের জোরপূর্বক আটক করা হয়েছে।
আমাদের স্পষ্ট দাবি:
- মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে।
- সারা ভারত জুড়ে ভোটার লিস্টের সম্পূর্ণ ডিজিটালাইজেশন করতে হবে।
- SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
- কোনো রাজনৈতিক দল BLA-2 এর বিবরণ নির্বাচন কমিশনকে দেবে না।
ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আজ সারা দেশ একত্রিত। জাতীয় নির্বাচন কমিশনের চক্রান্ত আমরা মানব না।