বাংলা ভাষায় সারা বিশ্বে ২৫ কোটি মানুষ কথা বলেন। এটি ভারতের সংবিধানে স্বীকৃত ২২টি ভাষার মধ্যে একটি। আমাদের জাতীয় স্তোত্র এবং জাতীয় সংগীত দুটিই বাংলা ভাষায় রচিত।
বিজেপি এবং দিল্লি পুলিশ যখন আমাদের ভাষাকে ‘বাংলাদেশি’ বলে উল্লেখ করে, তখন তারা উদ্দেশ্যমূলকভাবে বাংলা ভাষাকে অস্বীকার করার, আমাদের ভাষাগত পরিচয়কে খর্ব করার, বাঙালিদের বহিরাগত হিসেবে চিহ্নিত করার এবং বাংলা ভাষাকে বিদেশি ভাষা হিসেবে দেখানোর অপচেষ্টাই করে।
সরব হলেন – মাননীয়া সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র।