মাননীয়া সাংসদ দোলা সেন, মমতাবালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডলকে হেনস্থা করছে অমিত শাহের দিল্লি পুলিশ।না গেট বন্ধ হয়েছে, না ১৪৪ ধারা লঙ্ঘন হয়েছে। তবুও নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার আগে পুলিশি হয়রানির মুখে আমাদের সাংসদরা। বিজেপি ভাবছে, বিরোধীদের ভয় দেখিয়ে পার পেয়ে যাবে। ভুল করছে। প্রতিবাদ আরও তীব্র হবে।