বিজেপির আর্থিক নীতি ন্যায় নয়, অন্যায়কে উৎসাহিত করে

বাড়ছে ভাষণ, কমছে রেশন – দ্রব্যমূল্যের ছ্যাঁকায় পুড়ছে দেশ”বিজেপি সরকারের আমলে চালু হওয়া GST-র প্রভাব সবচেয়ে বেশি মধ্যবিত্ত ও গরিব মানুষের ওপর পড়ছে। আমাদের সাংসদ সংসদে প্রশ্ন তুলেছিলেন—নিচের ৫০% গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর GST-র প্রভাব কি উপরের ৩০% মানুষের মতোই পড়ছে? উত্তরে অর্থ মন্ত্রণালয় জানায়, আয়ভিত্তিক GST কালেকশনের কোনো তথ্য তাদের কাছে নেই।অথচ এই বিজেপি সরকারই কয়েকদিন আগে বলেছিল এই GST-র কারণে সকল শ্রেণির মানুষ উপকৃত হবে, যা একেবারেই ভিত্তিহীন। বিজেপি সরকারের মুখোশ উন্মোচন করলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

FacebookTwitterShare

Related News