দিল্লি পুলিশের কৃপায় বাংলা ভাষাও কিনা শেষে ‘বাংলাদেশি ভাষা’র তকমা পেল।
বিবেচনাহীন বিজেপির সাহস কী করে হয় রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলে অপমান করার?
সংবিধান-স্বীকৃত বাংলা ভাষার প্রতি বিজেপির এই বিদ্বেষ, আসলে তাদের বাংলাকে হিংসারই প্রতিফলন। এরপরেও কোন সাহসে বিজেপির নেতৃত্বরা বাংলার ভোট চায়?