জেপি-ইসিআই জোট জোরপূর্বক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চাপিয়ে দিচ্ছে, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য

নির্বাচন কমিশন ও বিজেপি দুই ভাই মিলে করছে ভোট চুরি।

ভোটাধিকার ছিনিয়ে নিয়ে বিজেপিকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিজেপি-নির্বাচন কমিশনের আঁতাত আমরা মানব না, আমরা চুপ করে বসে থাকব না। আজ আমাদের সাংসদরা, INDIA ব্লকের সাংসদদের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করেছেন। বাংলার নির্বাচনকে বিজেপির ব্যক্তিগত সার্কাসে পরিণত করতে দেব না।

FacebookTwitterShare

Related News