আমাদের সাংসদদের নিয়ে যাওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের অফিসে, কিন্তু তাঁদের সকলকে নিয়ে যাওয়া হল থানায়। ২টোর পর তাঁদের ছেড়ে দেয় পুলিশ যাতে তাঁরা সংসদে আলোচনায় না বসতে পারেন।
নির্বাচন কমিশন ও দিল্লি পুলিশ সকলে একসঙ্গে, একযোগে বিজেপির হয়ে কাজ করছে – তা প্রমাণিত। ধিক্কার জানালেন – মাননীয়া সাংসদ সায়নী ঘোষ।