কেন্দ্র বাংলার প্রাপ্য অর্থ বরাদ্দ আটকে রেখেছে

জলশক্তি মন্ত্রকে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হলেন আমাদের সাংসদরা।

মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, মন্ত্রকের সঙ্গে বিস্তারিত আলোচনার কথা। কেন বাংলায় জলের প্রজেক্টের টাকা বন্ধ হয়ে রয়েছে বা আমরা কবেই বা সেই টাকা পাব, তার সদুত্তর সেভাবে পাওয়া যায়নি।

মন্ত্রকের বক্তব্য, টাকা বরাদ্দ হলেও ক্যাবিনেট এখনো নাকি টাকা স্যাংশন করেনি। কিন্তু বাকি বিজেপি শাসিত রাজ্যগুলি টাকা পেলেও, বাংলা কেন বঞ্চিত থাকবে? সদুত্তর মেলেনি এখনও।

FacebookTwitterShare

Related News