এসএইআর এর আওতায় লক্ষ লক্ষ যোগ্য ভোটার অযাচিতভাবে তালিকা থেকে বাদ পড়েছে

চুপিসারে ভোট চুরি মানছি না, মানব না! অগণতান্ত্রিক SIR মানছি না, মানব না!মাননীয় সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সংসদের ভিতরে ও বাইরে SIR-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আমাদের সাংসদরা। চক্রান্ত করে বৈধ নাগরিকদের অধিকার হরণ করতে দেব না এই বিজেপি সরকারকে।

FacebookTwitterShare

Related News