চুপিসারে ভোট চুরি মানছি না, মানব না! অগণতান্ত্রিক SIR মানছি না, মানব না!মাননীয় সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সংসদের ভিতরে ও বাইরে SIR-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আমাদের সাংসদরা। চক্রান্ত করে বৈধ নাগরিকদের অধিকার হরণ করতে দেব না এই বিজেপি সরকারকে।