February 5, 2016
West Bengal wins Krishi Karman for the fourth year in a row

West Bengal has won the Central Government’s Krishi Karman Award for outstanding agricultural productivity for the fourth year in a row. This time it is for the record production in oilseeds in the financial year 2014-15, of 9.01 lakh metric tonnes, which is an increase by 28.11% over the 2010-11 level. The cultivated area for oilseeds is now 7.76 lakh hectares, which is also an increase, by 15.67% over 2010-11.
Under the Trinamool Congress Government, the State has been making record productions of various crops. It is now a trendsetter in the country.
The State Government has created numerous schemes to benefit farmers, ranging from distribution of high-quality seeds to creation of better irrigation facilities to enabling easy procurement of fertilizers to helping farmers to get the right price for their produce by excluding middlemen by selling them at Krishi Bazaars.
Agricultural fairs have been held regularly since 2012-13 at block, district and state levels. For the first in India, a permanent site with infrastructure, called ‘Mati Tirtha,’ has been set up for agriculture and allied sectors – for fairs, exhibitions, demonstrations, promotions, publicity, etc.
চতুর্থবার কৃষি কর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার
দেশের মধ্যে কৃষিতে ব্যাপক সাফল্যের জন্য এই নিয়ে চতুর্থ বার কৃষি কর্মণ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। ২০১৪-১৫ আর্থিক বছরে ব্যাপক পরিমানে তৈলবীজ উ९পাদন হয়েছে পশ্চিমবঙ্গে।
তৃণমূল সরকারে অধীনে খাদ্যশস্য উ९পাদনে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্য। এই নিয়ে পরপর চার বার এই শিরোপা পেল রাজ্য।
রাজ্য সরকার কৃষকদের সাহায্যের জন্য কয়েকটি প্রকল্প চালু করেছে। উন্নতমানের বীজ বিতরণ করা হচ্ছে কৃষকদের। এছাড়া কৃষকরা যাতে তাদের উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পায় সেজন্য কৃষক বাজার তৈরি করেছে রাজ্য সরকার।
২০১২-১৩ সাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে কৃষক মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশের মধ্যে এই প্রথম কৃষকদের জন্য ‘মাটি তীর্থ’ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।