Latest News

February 1, 2016

West Bengal leads in small savings

West Bengal leads in small savings

West Bengal leads in small savings in the country. And this is excluding PPF, Senior Savings Scheme and other similar schemes.

The post office small savings schemes, supported by the State Government, have got such a good response that even the Central Government has congratulated the State. Over the last three years, the amount saved through post office small savings schemes has been increasing steadily – in 2012-13 it was Rs 24,640 crore, in 2013-14 it was Rs 25,448 crore and in 2014-15, it was Rs 31,804 crore.

In the current financial year (2015-16), even till November, the amount is Rs 29,731 crore 335 lakh, which is better than last year’s year-on-year amount. The post office authorities are extremely happy that their savings schemes are reaping such profits.

 

স্বল্প সঞ্চয়ে দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবাংলা

স্বল্প সঞ্চয়ে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে বাংলা। পিপিএফ, সিনিয়ার সেভিংস স্কিম ও অন্যান্য ব্যাঙ্কের জমার হিসেব না ধরেই শীর্ষে পশ্চিমবঙ্গ।

ডাক বিভাগের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প এতটাই ভাল সাড়া পেয়েছে যে কেন্দ্রের তরফেও তার প্রশংসা করা হয়েছে। ২০১২-১৩ অর্থবর্ষে ২৪৬৪০ কোটি, ২০১৩-১৪ অর্থবর্ষে ২৫৪৪৮ কোটি এবং ২০১৪-১৫ অর্থবর্ষে বিভিন্ন প্রকল্পে জমা পড়েছে ৩১৮০৪ কোটি টাকা।

চলতি আর্থিক বছরে (২০১৫-১৬) নভেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের লক্ষ্যমাত্রা ২৯,৭৩১ কোটি ৩৩৫ লক্ষ। আগের বছরগুলিতে যা জমা পড়েছে এবার মাত্র আট মাসের ট্রেণ্ড তার চেয়ে অনেক ভালো। ডাকঘর কর্তৃপক্ষ তাদের এই স্বল্প সঞ্চয় প্রকল্প এত ভাল সাড়া পাওয়ায় তারা খুব খুশি।