February 10, 2016
West Bengal Government gives a new lease of life to water transport

The Trinamool Congress-led West Bengal Government is laying a lot of stress on water transport.
It has started a new water transport project, a ferry service for both people and goods together. Such a ferry service is called ‘RORO’ or ‘roll on roll over.’ The idea behind such ferries is that vehicles, including heavy vehicles like goods trucks, would roll on over ramps on to these huge ferries and then roll off over ramps on the opposite bank of the river.
Rs 100 crore has been allotted for this new RORO service.
RORO services from Raichak in South 24 Parganas district to Kukrahati in Purba Medinipur district, from Budge Budge in South 24 Parganas to Bauria in Howra, and from Chandannagar in Hiighly Jagaddal in North 24 Parganas, all over the Hooghly River, would be started as a part of the new project.
Also a part of this project would be services from Katwa and Kalna in Bardhaman district to Ballavpara and Nrisinghapur, respectively, in Nadia district.
It should be noted that such services have already been started from Hasnabad to Par Hasnabad over the Ichhamati River and from Nebukhali to Dulduli over the Sahebkhali River, all in North 24 Parganas district, and from Narayanpur to Namkhana over the Hatania-Doania River in South 24 Parganas district. Ferries used in these services would be renovated and modernised as a part of the Rs 100-crore project.
According to State Government data, almost 10,000 people, and vehicles ranging from motorbikes and bicycles to goods trucks and even ambulances, cross the Hooghly River from Kalna to Nrisinghapur every day.
In days to come, the Transport Department would introduce more projects centred on the Hooghly River.
জল্পথ পরিবহনে নতুন উদ্যোগ রাজ্য সরকারের
তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার জলপথ পরিবহনে বিশেষভাবে জোর দিচ্ছে।
গ্রামবাংলার নিত্যদিনের নদী পারাপারের বৃত্তান্তকে আধুনিকীকরণে উদ্যোগী হয়েছে পরিবহণ দপ্তর। একটি নির্দিষ্ট ভেসেলে চড়ে যাত্রী এবং পণ্যবাহী ট্রাক নদীর পাড়ে ওঠার ও নামার জন্যে জন্য রোরো ফেরি সার্ভিস শুরু করবে পরিবহণ দফতর।
১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।
হুগলি নদীর ওপর দক্ষিণ ২৪ পরগনার রায়চক থেকে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি, দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে হাওড়ার বাউরিয়া, হুগলির চন্দননগর থেকে উত্তর ২৪ পরগনার জগদ্দল পুরসভা এলাকায় রোর ফেরি সার্ভিস চালু করার বিষয়ে উদ্যোগী রাজ্য সরকার।
বর্ধমানের কাটোয়া থেকে নদিয়ার বল্লভপাড়া এবং বর্ধমানের কালনা থেকে নৄসিংহপুর পর্যন্ত রোরো ফেরি সার্ভিসের জন্য জেটি নির্মাণ করবে পরিবহণ দপ্তর।
উত্তর ২৪ পরগনার ইছামতী নদীর ওপর হাসনাবাদ থেকে পার হাসনাবাদ, সাহেবখালি নদীর ওপর নেবুখালি থেকে দুলদুলি এবং দক্ষিণ ২৪ পরগনার হাতানিয়া-দোয়ানিয়া নদীর ওপর নারায়ণপুর থেকে নামখানা পর্যন্ত ইতিমধ্যেই এই পরিষেবা শুরু হয়ে গেছে।
সরকারী তথ্য অনুযায়ী, নদীপথে প্রতিদিন প্রায় দশ হাজারের বেশি মানুষ হুগলি নদীর ওপর দিয়ে কালনা থেকে নৄসিংহপুর পর্যন্ত যাতায়াত করেন। নিত্য যাত্রীদের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, মোটরবাইক, সাইকেল সহ অ্যাম্বুলেন্স পর্যন্ত ভেসেলে যাতায়াত করে।
আগামী দিনে হুগলি নদীকে কেন্দ্র করে পরিবহণ দপ্তর তাদের একাধিক একাধিক প্রকল্প রাজ্যবাসীকে উপহার দেবে।