Latest News

February 1, 2016

West Bengal gears up to ensure a peaceful Madhyamik examination

West Bengal gears up to ensure a peaceful Madhyamik examination

The West Bengal Madhyamik examination 2016 starts today. A record 11,53,432 students have enrolled for the examination.

In order to ensure a glitch-free exam on an election year, the State Government has made strict security arrangements.

Education Minister Partha Chatterjee said that state administration and the West Bengal Board of Secondary Education have taken all necessary steps to ensure that the students can take the exam peacefully and without any hassle. “I wish everyone will do well in the upcoming Madhyamik exam … We at the administration would do whatever is necessary for this,” he said.

 

সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য উদ্যোগ রাজ্য সরকারের

২০১৬-র মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১,৫৩,৪৩২।

নির্বাচনের সামনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য মধ্যশিক্ষা পর্ষদ সব রকম প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন। আমি সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে, প্রশাসনের তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা করব।