February 28, 2016
West Bengal among the best in providing housing for the homeless

West Bengal is among the top States in India in terms of providing housing for the homeless. According to the National Urban Livelihoods Mission (NULM), in the urban and suburban areas, the State has done a really commendable job in this respect.
The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government has always worked for the good of the people The housing project under NULM is another of the numerous developmental projects it has facilitated over the last five years.
NLM runs in 20 States. Among the clusters already being handed over to the people, West Bengal’s share is 37, which puts it in the second position in the countrry.
Another 50 housing clusters are also being set up in the State.
গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম সারিতে পশ্চিমবঙ্গ
শহর ও শহরতলির গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার ক্ষেত্রে সারা দেশের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের আবাসন এবং গরিবি দূরীকরণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের (এনইউএলএম) আওতায় দেশজুড়ে শহর ও শহরতলির গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তাতে সারা দেশের মধ্যে প্রথম সারিতেই রয়েছে পশ্চিমবঙ্গ।
সারা দেশে গৃহহীনদের জন্য মোট ৩৫৮টি নতুন আস্তানা তৈরির কাজ এনইউএলএমের আওতায় হাতে নেওয়া হয়েছে। সবমিলিয়ে দেশের মোট ২০টি রাজ্যে এই কর্মকাণ্ড চলছে। এই তালিকাতেই প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ।
এনইউএলএমের আওতাধীন সারা দেশের যে ৭৭০টি গৃহহীনদের জন্য আস্তানা সরাসরি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে এর সংখ্যা ৫০টি।
এই কর্মসূচিতে মোট বরাদ্দকৃত অর্থের ৭৫ শতাংশ খরচ করে কেন্দ্রীয় সরকার। আর রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেকটি আস্তানার জন্য বছরে বরাদ্দ থাকে ছ’লক্ষ টাকা করে।
অন্যদিকে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত ২০টি রাজ্য ছাড়াও দেশের আরও মোট ন’টি রাজ্যে ইতিমধ্যেই এহেন ২৭০টি আস্তানার ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গ রয়েছে একেবারে প্রথম সারিতে। মোট ৩৭টি আস্তানার ব্যবহার শুরু করিয়ে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। এই গৃহহীনদের জন্য আস্তানা প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ৭৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।