Latest News

February 16, 2016

We have an alliance with the people: Abhishek Banerjee

We have an alliance with the people: Abhishek Banerjee

“We don’t need to see who forms alliances with whom. We have an alliance with the people. That’s why we don’t need any help from anyone else.” So said Trinamool Yuva Congress chairman and MP Abhishek Banerjee at a workers’ rally in Indus, Bankura district, mocking the CPI(M)-Congress talks on alliance.

He said, “The Trinamool has the people with them, So it does not need any help from any other party. This is the big difference between Trinamool Congress and other parties: if it calls a workers’ rally, it becomes a mass rally, and vice versa.”

“Some political leaders have no work other than trying to malign the character of Mamata Banerjee. She has become what she is today after almost 20 years of valiant struggle.”

“She is confident that, by dint of the amount of development that she has brought about in the State by her tireless work in her last four-and-a-half years in power, people would look up to her for the next 50 years … the development that she has brought about in the last four-and-a-half years, the CPI(M) could not during its 34 years in power.”

 

আমাদের জোট মানুষের সঙ্গে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার বাঁকুড়ার ইন্দাসে একটি কর্মীসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিপিএম কংগ্রেসের জোট ভাবনাকে কটাক্ষ করে তিনি বলেন, “কার সাথে কি জোট হল দেখার দরকার নেই, আমাদের সঙ্গে মানুষের জোট আছে। তাই আমাদের অন্য কারও সাহায্যের দরকার নেই।

তিনি বলেন তৃণমূলের সঙ্গে মানুষ আছে তাই অন্য কোন দলের সাহায্যের প্রয়োজন নেই। তৃণমূল কর্মীসভা ডাকলে তা জনসভার রূপ নেয় আর বাকি দলগুলি জনসভা ডাকলে তা কর্মীসভা হয়ে যায়। এখানেই অন্য দলগুলির সঙ্গে তৃণমূলের ফারাক।

“কিছু রাজনৈতিক নেতারা আছেন যারা সবসময় কু९সা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করছেন। ২০ বছর আপসহীন সংগ্রামের পর তিনি আজ এই জায়গায় এসেছেন”।

তিনি বলেন, “গত ৪ বছরে দিনরাত পরিশ্রম করে তিনি রাজ্যে যে উন্নয়নের জোয়ার এনেছেন তাতে আগামী ৫০ বছর মানুষ তাঁকে মাথায় করে রাখবেন। মাত্র সাড়ে ৪ বছরে তিনি যা উন্নয়ন করেছেন সিপিএম গত ৩৪ বছরে তার পাঁচ শতাংশও করতে পারেননি”।