Latest News

June 13, 2017

We are all proud of our youth and students: Mamata Banerjee

We are all proud of our youth and students: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today felicitated the students who have fared well in the various board examinations at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

Students who have passed their class 10 and class 12 students were felicitated, comprising the boards of Madhyamik, Higher Secondary, ICSE, ISC and CBSE. WBJEE star performers were also awarded.

On the occasion, the Chief Minister gave a speech, whose salient points are given below.

  • Students of ICSE and CBSE will be included in the purview of Swami Vivekananda Scholarship.
  • We have distributed 40 lakh Sabuj Sathi bicycles.
  • 40 lakh girls are registered under the Kanyashree Scheme.
  • We have set up 16 universities and 7 medical colleges.
  • 4.5 lakh seats have been created in the higher education sector.
  • We have published a book called Bengal Excels.
  • You will have careers, travel to foreign lands. But never forget your roots, your motherland.
  • Talents from Bengal are respected worldwide. We are all proud of our youths and students.
  • Bengal is number one in terms of talent and merit. We are top of the top.
  • Bankura has a lot of talent. That is why we have set up a university there.

 

 

দশম, দ্বাদশ ও জয়েন্ট এন্ট্রান্সে কৃতিদের সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

যেকোনো ক্ষেত্রে কৃতি ও গুণীদের কদর করতে সবসময় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্য সরকার। সে কৃষকদের কৃষি রত্ন প্রদান করাই হোক বা বিভিন্ন ক্ষেত্রে গুণীদের বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ প্রদানই হোক।

রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের আয়োজনে আজ কলকাতার আলিপুরে উত্তীর্ণ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল সম্মাননা প্রদান অনুষ্ঠান। ২০১৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই এবং ডব্লুবিজেইই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • ICSE ও CBSE ছাত্র ছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আওতায় আনা হবে।
  • আমরা ৪০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৪০ লক্ষ মেয়েদের কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে।
  • গত ৬ বছরে ১৬ টি বিশ্ববিদ্যালয়, ৭ টি মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা।
  • উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা নতুন ৪.৫ লক্ষ আসন তৈরী করেছি।
  • Bengal Excels নামে একটি নতুন বই পাবলিশ করা হয়েছে।
  • অনেকে হয়তো পড়ার জন্য বিদেশে যাবে, বাংলা থেকেই তোমরা সমগ্র বিশ্বকে কন্ট্রোল করতে পারবে।
  • একদিন বাংলার কাছে সকলে ছুটে আসবে, বাংলার প্রতিভার এতটাই জোর। আমাদের ছাতছাত্রীরাই আমাদের গর্ব।
  • মেধা ও উৎকর্ষে বাংলা এক নম্বর। আমরা top of the top।
  • বাঁকুড়ার ছেলেমেয়েরা খুব মেধাবী। আমরা তাই বাঁকুড়ায় একটি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিয়েছি।