Latest News

February 15, 2016

WB Govt’s Adhikar Prakalpa gives new lease of life to village

WB Govt’s Adhikar Prakalpa gives new lease of life to village

The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government’s Adhikar Prakalpa has enabled an entire village in Purulia district to be relocated. To provide access to roads, healthcare and education, and thus proper livelihoods, the district administration has relocated the village of Kalabera.

All 32 families of this remote hamlet on the Ayodhya Hills now have one-room living quarters with a kitchen. Each of these dwellings were constructed at a cost of Rs 75,000. All have been provided electricity connections. A school and an ICDS centre are under construction too.

The new location of the hamlet is the foothills in Mahalitand, under Balarampur police station. The metalled road along the hamlet gives the villagers easy access to the nearby market in Urma.

The village depends mainly on forest produce and some agricultural activities, and goat rearing.

 

‘অধিকার’ প্রকল্পে নতুন গ্রাম পেল অযোধ্যা পাহাড়বাসী

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত রাজ্য সরকার ২০১২-১৩ সালে ‘অধিকার’ নামে প্রকল্পটি চালু করে। রাজ্যের ১১টি জেলায় এই প্রকল্পে কাজ হবে। তার জন্য মোট ১৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

ইতিমধ্যেই পুরুলিয়ায় এই প্রকল্প শুরু হয়েছে। কালবেরা গ্রামটিকে স্থানান্তর করা হয়েছে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় তাই রাস্তা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা প্রভৃতির উন্নতি করা হয়েছে।

অযোধ্যা পাহাড়ের গ্রামের ৩২টি পরিবার এখন কংক্রীট বাসভুমি পেয়েছে। প্রত্যেককে ৭৫০০০ টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকে বিদ্যু९ পরিষেবা পেয়েছে। একটি বিদ্যালয় এবং ICDS কেন্দ্র ও থাকবে এখানে।

নতুন গ্রামটির অবস্থান হল বলরামপুর পুলিশ স্টেশনের অন্তর্গত মহালিতাণ্ড। এখানে একটি পাকা রাস্তাও আছে যার মাধ্যমে গ্রামবাসীদের যোগাযোগের অনেক সুবিধা হবে।

বনজ সম্পদ সংগ্রহ, কৃষিকাজ, ছাগ- পালন এসবের ওপর তাদের জীবিকা নির্ভর করে।