Latest News

February 11, 2016

WB Govt to set up solar domes in every district

WB Govt to set up solar domes in every district

Taking Chief Minister Ms Mamata Banerjee’s plan of producing solar power on a major scale, the West Bengal Government is setting solar domes in every district.

The Power Minister, Manish Gupta announced this while inaugurating a 10-kW grid-connected solar project at Sonarpur in South 24-Parganas district. The solar power generated by the Sonarpur-Rajpur Municipality, worth Rs 86-87 lakh, would be linked to the state’s electricity grid.

The Minister also said that the world’s first 120-feet high solar dome is coming up at Eco Park in Rajarhat.

Already, 500 schools in the State are using solar power for various purposes. Soon, every panchayat and municipality will have access to siolar power.

 

প্রত্যেকটি জেলায় সোলার ডোম তৈরি করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সৌর শক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছেন তাই প্রতিটি জেলায় তৈরি হচ্ছে সৌরপ্ল্যান্ট।

সোনারপুরে একটি গ্রিড সংযুক্ত ১০ কিলোওয়াট শক্তিসম্পন্ন চিরাচরিত সৌরশক্তি ব্যবহারের উদ্বোধনে এসে একথা জানান মণীশ গুপ্ত। সোনারপুর-রাজপুর পুরসভার ৮৬-৮৭ লক্ষ টাকার বিদ্যু९ সরাসরি গ্রিডে পাঠানো হবে।

বিদ্যু९মন্ত্রী জানান, বিশ্বে প্রথম ১২০ ফুট উচ্চতাবিশিষ্ট অচিরাচরিত শক্তির সোলার ডোম হবে রাজারহাটের ইকো পার্কে।

রাজ্যের ৫০০টি স্কুলে সৌরবিদ্যু९ পৌঁছে গিয়েছে। শীঘ্রই প্রতিটি পঞ্চায়েত ও পুরসভায় বসানো হবে সৌরবিদ্যু९।