Latest News

February 13, 2016

WB Govt to set up Knowledge Parks in Haldia and Mahishadal

WB Govt to set up Knowledge Parks in Haldia and Mahishadal

To inculcate an appreciation for the environment, including aspects of pollution, for life on earth in general, and the solar system, the West Bengal Government is setting up two Knowledge Park and Science Museums in Haldia, South 24-Parganas district and Mahishadal, Purba Medinipur district.

The parks would be set up in two schools on a pilot basis – at Barbajitpur Girls’ School in Haldia and at Gopalpur High School in Mahishadal. This was announced last Thursday by Environment Minister Sudarshan Ghosh Dastidar. Kolkata’s Science Museum is providing technical help in setting up the two Knowledge Parks.

 

হলদিয়া ও মহিষাদলে নতুন নলেজ পার্ক তৈরি করবে রাজ্য সরকার

জীবজগতের নিত্যদিনের জীবনধারণ, সৌরজগ९, পরিবেশ দূষণ প্রভৃতি বিষয়ে ছাত্র-ছাত্রীদের আরও অভিজ্ঞ করে তুলতে নলেজ পার্ক ও সায়েন্স মিউজিয়াম তৈরি করবে রাজ্য সরকার।

রাজ্যের পরিবেশ মন্ত্রক এই প্রকল্প গ্রহণ করেছে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ও হলদিয়ায় দুটি বিদ্যালয়ে রাজ্যের প্রথম নলেজ পার্ক ও সায়েন্স মিউজিয়াম তৈরি হবে।

মহিষাদলের গোপালপুর হাই স্কুল ও হলদিয়ার বাড়বাজিতপুর বালিকা বিদ্যালয়ে প্রথম গড়ে উঠবে নলেজ পার্ক ও সায়েন্স মিউজিয়াম একথা জানান পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। কলকাতার সায়েন্স মিউজিয়ামের সহায়তার তৈরি হবে এই ২টি নলেজ পার্ক।