February 21, 2016
WB Govt celebrates International Mother Language Day

Like every year, the West Bengal government observes International Mother Language Day with full honour at Bhasha Shahid Smarak, Deshapriya Park.
West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present on the occasion along with her Cabinet colleagues Subrata Mukherjee, Firhad Hakim, Aroop Biswas, Kolkata Mayor Sovan Chatterjee and many other dignitaries.
The Bhasha Shahid Smarak at Deshapriya Park was set up at the initiative of Mamata Banerjee.
On the eve of International Mother Language Day, West Bengal Chief Minister Ms Mamata Banerjee paid an ‘innovative’ tribute to the martyrs of the 1952 Language Movement (Bhasha Shahids) by changing her Twitter profile name to Bengali font.
For the last few years, Chief Minister Mamata Banerjee has been leading from the front in making today worth remembering in West Bengal’s cultural calendar. This is in stark contrast to the Left Front’s 34 years in power, when little or nothing was done for something so close to the heart of Bengalis.
On 19 February, the Chief Minister inaugurated the Bhasha Shahid Smarak at the Ekushe Udyan park, opposite MP Birla Planetarium in Kolkata.
আজ ভাষা দিবস উদযাপন করল পশ্চিমবঙ্গ সরকার
আজ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। প্রতি বছরের মত এবছরও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে এই উপলক্ষে আজ দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ‘অমর একুশে’ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশপ্রিয় পার্কে একটি স্মারক তৈরি হয়েছে।
গত ১৯শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার উদ্যোগে বিড়লা প্ল্যানেটোরিয়ামের বিপরীতে ২১শে উদ্যানে একটি ভাষা শহিদ স্মারকের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার উচ্চতা প্রায় ১৪ ফুট। মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে মাতৃভাষার জন্য লড়াইয়ে শহিদ ভাইয়ের মৃতদেহ নিয়ে বোন বসে আছে। বোনের মুখে শোকের চিহ্ন নেই।
এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকল ভাষাভাষীর মানুষকে অভিনন্দন ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।