Latest News

February 2, 2016

WB Govt to give food grains at 47 paise per kg to tea garden workers

WB Govt to give food grains at 47 paise per kg to tea garden workers

Under the aegis of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has decided to give rice and wheat at 47 paise per kg to 12 lakh 9 thousand tea garden workers (including their families).

During the inauguration of the Khadya Sathi Scheme for food security a few days back, Chief Minister Ms Mamata Banerjee had announced that more than 7 crore of the State’s population would get rice and wheat at Rs 2 per kg. Among this 7 crore, for the tea garden workers and their families in Darjeeling, Jalpaiguri and Alipurduar districts, totaling 12 lakh 9 thousand, the State would give an additional subsidy of Rs 1.53. Thus, they would need to pay only 47 paise per kg for rice and wheat. Each family can get a maximum of 35 kg of subsidised food grains per month.

The decision was taken at a meeting involving the State’s Labour and Food Commissions yesterday evening. Food Minister Jyotipriya Mullick said, “Under the aegis of our Chief Minister Mamata Banerjee, the Government has taken this unprecedented decision. No other State could have even thought of taking such a decision. The way the Food Security Scheme has been implemented by West Bengal has become a model for other States.”

 

চা বাগানের শ্রমিকদের ৪৭ পয়সা কেজি দরে চাল দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের ৪৭ পয়সা কিলো দরে চাল, গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে প্রায় ১২ লক্ষ ৯ হাজার শ্রমিক উপকৃত হবেন।

কয়েকদিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী ‘খাদ্য সাথী’ প্রকল্পের সূচনা করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের ৭ কোটির বেশি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হবে। ৪৯ লক্ষ মানুষ ১৩ টাকা দরে চাল ও ৯ টাকা দরে গম পাবেন। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চা বাগান অধ্যুষিত ১২ লক্ষ ৯ হাজার মানুষের জন্য প্রতি কেজিতে বাড়তি ১ টাকা ৩৫ পয়সা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে পরিবার পিছু মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য।

গতকাল এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের শ্রম দপ্তর ও খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আর কোনও রাজ্য এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারে না। রাজ্যে যেভাবে খাদ্য সুরক্ষা প্রকল্প নেওয়া হয়েছে তা অন্য রাজ্যের কাছে মডেল”।