February 4, 2016
WB Govt spends Rs 67 crore on Kanyashree recipients in East Medinipur in FY 2015-16

In the current financial year, under the Kanyashree Scheme, Rs 67 crore has been given out to 2,68,234 girl students of East Medinipur district.
Among these, 2,46,219 are in the Kanyashree Scheme 1 category, for whom Rs 12,30,00,000 has been spent. This category is for those between 1 and 18 years, who get Rs 500 a year.
In the Kanyashree Scheme 2 category, 22,015 girl students have received Rs 54,70,00,000 in total. This category is for those between 18 and 19 years, who get Rs 25,000 as a one-tine amount.
East Medinipur district has 921 schools in all – including junior high schools, Madhyamik schools and Higher Secondary schools.
২০১৫-১৬ আর্থিক বর্ষে পশ্চিম মেদিনীপুরে কন্যাশ্রীতে ৬৭ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার
চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুরের ২ লক্ষ ৬৮ হাজার ২৩৪ জন পড়ুয়াকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে ৬৭ কোটি টাকা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কন্যাশ্রী প্রকল্প-১ এর সুবিধা পেয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ২১৯ জন, এদের মোট ১২ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পের অন্তর্গত যে সমস্ত ছাত্রীর বয়স ১৮ বছরের মধ্যে তাদেরকে বছরে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
কন্যাশ্রী প্রকল্প-২ এর অধীনে ২২ হাজার ১৫ জন ছাত্রীকে মোট ৫৪ লক্ষ ৭০ কোটি টাকা দেওয়া হয়েছে। ১৮-১৯ বছর বয়সীরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং এদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মিলিয়ে ৯২১ টি বিদ্যালয় আছে।