Latest News

February 5, 2016

WB Govt sets up Centre for Potential Upgradation

WB Govt sets up Centre for Potential Upgradation

The Chief Minister Ms Mamata Banerjee-led West Bengal Government has come up with yet another project to better the already-shining education sector of the State.

The first Centre for Potential Upgradation (CPU) for primary school teachers will come up at Vidyasagar Bhavan in Suri, the headquarters of Birbhum District Primary School Council. This first-of-its-kind centre would start operations by this March.

The idea behind such centres is to upgrade the skills of teachers teaching in primary schools. They will have modern facilities for studying, reading and collecting data through the internet, and computers. Each centre will also have a library stuffed with relevant journals, magazines and research works on education.

There are orientation courses for school and college teachers, and for university-level faculty members. Now primary school teachers would also be able to upgrade their skills.

Over the course of the last almost five years, 15 universities and 46 colleges have been set up by the Trinamool Congress Government. Around 3 lakh seats have been created in higher education. Two thousand five hundred primary and 3500 middle schools have been set up, and 1815 high schools have been developed.

 

শিক্ষাক্ষেত্রে সম্ভাব্য উন্নতিকরন কেন্দ্র তৈরি করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর আরও একটি অভিনব প্রকল্প শুরু করতে চলেছে ।

প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা উৎকর্ষের জন্য রাজ্যের প্রথম সেন্টার ফর স্কিল আপগ্রেডেশান শুরু হতে চলেছে। সিউড়ির বিদ্যাসাগর ভবনে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সদর দপ্তরে শুরু হতে চলেছে। রাজ্যে প্রথম এই ধরনের কেন্দ্র তৈরি হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যেই এর কাজ শুরু হবে।

এই কেন্দ্রগুলিতে পড়াশোনার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা থাকবে – বই, ম্যাগাজিন, জার্নাল, ইন্টারনেট সুবিধা যুক্ত কম্পিউটার ইত্যাদি।

স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পর এবার প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও অরিয়েন্টেশন কোর্স করার সুবিধাও থাকবে সেখানে।

তৃণমূল সরকার গত পাঁচ বছরে ১৫ টি বিশ্ব বিদ্যালয় এবং ৪৬ টি কলেজ তৈরি করেছে। প্রায় ৩ লাখ আসন উচ্চশিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ২৫০০ প্রাথমিক ও ৩৫০০ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, এবং ১৮১৫টি উচ্চ বিদ্যালয় উন্নত করা হয়েছে।