February 18, 2016
WB Govt plans to hold mega travel mart in North Bengal

The state government has planned a travel mart from February 26 to February 28 to bring tourism stakeholders from across the country to West Bengal for the first time.
This will be the first time such a tourism event will be organised in the state, where industry officials, businessmen and tour operators would gather for business-to-business meetings, seminars, sessions, cultural dos and familiarisation trips so that people coming from outside the state – most of them being prominent tour operators who send tourists to Bengal – can know more about the region.
The event, which is expected to bring around 100 delegates – both from across the country and some from other countries too – is being organised by the Tourism and the North Bengal Development Departments of the state.
The Eastern Himalayan Travel and Tour Operators’ Association, which is the largest body of travel industry agents in North Bengal, is in charge of the legwork for the mart.
North Bengal Development Minister Gautam Deb said, “Our principal aim is to showcase Bengal as an ideal tourist destination before domestic and international tourists. Those working in the tourism sector will participate in the travel mart and would be apprised of the tourist destinations, cultural heritage, unique features, and culinary and other attractions of our state.”
উত্তরবঙ্গে রাজ্যের প্রথম ট্রাভেল মার্ট
পর্যটন শিল্পকে দেশের কাছে তুলে ধরতে এই প্রথম রাজ্য সরকার ‘বেঙ্গল ট্রাভেল মার্ট’ আয়োজন করছে।
শিলিগুড়ির মৈনাক হোটেল কমপ্লেক্সে বসছে এই ট্রাভেল মার্ট। এটি শুরু হচ্ছে ২৬ শে ফেব্রুয়ারি এবং চলবে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের ২০টি শহর থেকে ১০০টি পর্যটন সংস্থা এই ট্রাভেল মার্টে অংশগ্রহণ করছে।
নেপাল, ভুটান,বাংলাদেশ, রাশিয়া ও জাপানের বাণিজ্যিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। প্রায় ১০০ জন ট্যুর অপারেটর উপস্থিত থাকবেন এই ট্রাভেল মার্টে। ১২টি রাজ্যের প্রায় ২০টি শহরের ১০০ জন ট্যুর অপারেটর উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পূর্ব হিমালয় ট্র্যাভেল ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন যৌথভাবে শিলিগুড়িতেই রাজ্যের প্রথম ট্রাভেল মার্ট উদযাপন করবে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, বিশ্বের কাছে উত্তরবঙ্গের পর্যটনকে তুলে ধরার সমস্ত প্রয়াস নেওয়া হয়েছে এই বেঙ্গল ট্রাভেল মার্টে। এর ফলে বাংলার পর্যটন কেন্দ্রগুলির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।