January 15, 2014
WB Govt build a separate police force for coastal areas, just like Coast Guard

The state government has decided to form a separate force for coastal areas, on the lines of Coast Guards. The Home Secretary, WB Police DIG, and several other senior officials visited Sagar Islands on Monday to take stock of the safety measures in the coastal regions of West Bengal. They held several meetings with Coast Guard officials also.
The Home Secretary of West Bengal Basudeb Bandyopadhyay said, “We are indeed planning to form a new force for coastal areas.” The state will train this force just like their central counterparts. Government will seek Central assistance for setting up infrastructure.
The force will be modelled after Indian Reserve Battalion. One battalion will be formed initially; requisite permission has been sought from the Centre. According to the Home Ministry officials, Centre has given a go ahead in principle, although verbally.
—
রাজ্যের উপকূল নিরাপত্তাকে আরও জোরদার করতে পৃথক বাহিনী গড়ছে রাজ্য সরকার৷ রাজ্যের উপকূলের নিরাপত্তাকে আরও জোরদার করতে পৃথক বাহিনী গড়া হচ্ছে৷ রাজ্যের উপকূলবর্তী এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি–সহ উচ্চপদস্থ অফিসারদের এক প্রতিনিধিদল পৌঁছেছেন সাগরদ্বীপে৷ উপকূল রক্ষী বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তাঁরা৷
রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নতুন বাহিনী আমরা গড়ছি৷ তার প্রস্ত্ততি চলছে৷” কোস্ট গার্ডের মতোই এই বাহিনীকে প্রশিক্ষিত করা হবে৷ বাহিনী গড়ার পাশাপাশি তার পরিকাঠামো গড়ার ক্ষেত্রেও কেন্দ্রের সাহায্য পাওয়া যাবে৷
ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের ধাঁচে এই উপকূল বাহিনী গড়তে চাইছে রাজ্য৷ প্রথমে এক ব্যাটেলিয়নের একটি বাহিনী গড়া হবে৷ তার জন্য রাজ্যের তরফে কেন্দ্রের অনুমতি চাওয়া হয়েছে৷ এ বিষয়ে দিল্লির মৌখিক ছাড়পত্র মিলেছে বলেও জানিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা৷