Latest News

February 4, 2016

WB Govt to construct one of India’s biggest convention centres

WB Govt to construct one of India’s biggest convention centres

The West Bengal Government is soon going to come up with one of India’s biggest convention centres.

Biswa Bangla Convention Centre would be ready by the year-end. The 18-storey building is being constructed on a 10-acre plot.

Already this state-of-the-art centre is gearing up to hold major international conferences. Two events have been booked for 2017.

Biswa Bangla Convention Centre would be a complete international-standard convention centre. It will have a huge auditorium with a capacity of 3,000, two giant banquet halls and several seminar rooms, fitted with smart projection systems. The centre will also have a 100-room annexe building with conference rooms, library, gym, swimming pool, restaurant and a huge multi-level parking lot within the complex.

The convention centre is being constructed by the West Bengal Government agency, HIDCO.

 

ভারতের বৃহত্তম ‘কনভেনশন সেন্টার’ নির্মাণ করছে রাজ্য সরকার

ভারতের বৃহত্তম ‘কনভেনশন সেন্টার’ তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

‘বিশ্ব বাংলা’ কনভেনশন সেন্টারটি এ-বছরের শেষেই তৈরি হয়ে যাবে। ১০ একর জমির ওপর এই ১৮ তলা বিল্ডিংটি তৈরি হচ্ছে।

ইতিমধ্যে রাষ্ট্র শিল্প কেন্দ্র বিশিষ্ট আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে, ২০১৭ সালে ২টি অনুষ্ঠানের জন্য বুকিং করা হয়েছে সেন্টারটি।

‘বিশ্ব বাংলা’ কনভেনশন সেন্টারটি সম্পূর্ণ একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হিসেবে তৈরি হবে। এখানে একটি বড় অডিটোরিয়াম থাকবে যেখানে প্রায় ৩০০০ লোক  একসাথে বস্তে পারে, ২ টি বড় হলঘর, কয়েকটি সেমিনার কক্ষ এবং কিছু প্রজেক্ট রুমও থাকবে। এই সেন্টারটিতে প্রায় ১০০টি ঘর সহ একটি ভবন থাকবে। সেখানে কনফারেন্স রুম, লাইব্রেরি, জিম, সুইমিং পুল, রেস্টুরেন্ট এবং  একটি বিশাল মাল্টি লেভেল পার্কিং লট থাকবে।

এই কনভেনশন সেন্টারটি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকারের এজেন্সি হিডকো।