Latest News

June 16, 2017

Bengal CM to bring about programme of collaboration in football between Bengal & Holland

Bengal CM to bring about programme of collaboration in football between Bengal & Holland

Football is one of the things that the people of Bengal have been identified with for many decades. Many of the best players of the country have come from Bengal. The game and its heroes are household topics in many a home.

Now things would be taken a step forward during Chief Minister Mamata Banerjee’s forthcoming trip to Holland. A treaty is going to be signed between Bengal Government and Royal Dutch Football Association (KNVB) in The Hague on June 20 to set up programmes of collaboration in football between the country and the State of Bengal.

As a part of that collaboration, players and coaches from the country, and they constitute some of the legends of the game, would be coming to the State to train its players in the latest techniques and skills. Players and coaches from here would also travel to Holland to get trained.

During the signing programme, the Chief Minister would also meet the Sports Minister of Holland.

The Chief Minister would be travelling to Holland on the invitation of the United Nations to talk on Bengal’s path-breaking achievements in the social sector.

 

বাংলাকে আধুনিক ফুটবলের পাঠ দেবে হল্যান্ড

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” একথা প্রায় সব বাঙালিরই জানা। বাংলা সেই স্বাধীনতার আগে থেকেই সারা দেশ দাপিয়েছে ফুটবলে। বহু মহান ফুটবল তারকা উপহার দিয়েছে দেশকে। এবার সেই বাঙালির প্রিয় খেলাকে বিশ্বের মান দিতে উদ্যোগী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

আসন্ন হল্যান্ড সফরে ২০ জুন মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় এমনই একটি মৌ সাক্ষরিত হতে চলেছে হেগ-এ কেএনভিবি বা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েসনের সঙ্গে। রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণে হল্যান্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

২৩ ও ২৪ শে জুন বিশ্ব জনপরিষেবা দিবসের কর্মসূচি। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলি সামনে রেখে কিভাবে উন্নয়ন অভিমুখ বাংলায় বদলে দিয়েছেন, তাই তিনি তুলে ধরবেন বিশ্বের দরবারে।

২১ তারিখ হেগ-এ আয়োজিত হবে একটি শিল্প সম্মেলন। বাংলার শিল্পপতিদের সঙ্গে যোগ দেবেন হল্যান্ডের বণিক সভা ভিএনও।