Latest News

February 9, 2016

WB CM instructs departments to ensure adequate supply of water in Paschimanchal

WB CM instructs departments to ensure adequate supply of water in Paschimanchal

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has instructed the Departments of Irrigation, Agriculture and Power to ensure adequate supply of water for irrigation purposes to the districts of Bankura, Purulia, Birbhum, Bardhaman and Paschim Medinipur, comprising Paschimanchal. This comes in the backdrop of less rain over the last few months.

Mamata Banerjee had a meeting with the ministers and secretaries of the Departments of Irrigation, Agriculture and Power yesterday at Nabanna.

Not just for irrigation, the Chief Minister has also instructed the concerned departments to ensure proper supply of drinking water.

Reserve pumps would be used to supply the additional water in the districts of Paschimanchal. Water would be pumped out from canals, lakes and ponds and supplied to the fields. The Irrigation Department would also set up new tubewells in the region for drawing up drinking water.

 

পশ্চিমাঞ্চলে পর্যাপ্ত সেচ ও পানীয় জল সরবরাহের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার নবান্নে সেচ, কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক মাসে চাষের সময় রাজ্যে বৃষ্টি কম হয়েছে। তাই এবার চাষের জমিতে সেচের জল সরবরাহ বাড়াতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো রাজ্যের পশ্চিমাঞ্চলে সেচের জল সমস্যা রয়েছে।

শুধুমাত্র সেচের জল নয়, ওই সমস্ত এলাকায় সাধারণ মানুষ যাতে পর্যাপ্ত পানীয় জল পায় সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

রিজার্ভ পাম্পের সাহায্যে সেচের ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে। খালবিল, পুকুর থেকে পাম্পে করে জল বার করে চাষের জমিতে দেওয়া হচ্ছে। এছাড়া সেচের জল ও পানীয় জল সরবরাহের জন্য বেশ কিছু টিউবওয়েল বসাবে রাজ্য সরকার।