Latest News

February 28, 2016

WB CM gifts New Town more tourist attractions

WB CM gifts New Town more tourist attractions

Last Friday, West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated four projects in and around Eco Park in New Town, Kolkata, from Kshudiram Anushilan Kendra.

Ever since its inception, Eco Park has been a magnet of attraction for children and adults alike. No weekend goes by that does not see happy faces milling around the place and adjoining places like Mother’s Wax Museum.

New sites are constantly added to make it a happening place. Like last Friday, when a beautiful deer park-cum-deer treatment centre, spread over 12 acres, named Harinalaya, was inaugurated.

Three other sites were inaugurated. The park got a model of the famous Ghum railway station near Darjeeling, complete with a model toy train (Darjeeling Himalayan Railway, better known as the Toy Train, is a UNESCO World Heritage site).

A wax model of Maa Sarada, along with those of 23 others, was inaugurated at Mother’s Wax Museum. Also inaugurated was a pedestrian subway connecting the museum and Eco Park, designed with brilliant graphics.

 

নিউটাউনকে আরও কিছু পর্যটন স্থান উপহার দিলেন মুখ্যমন্ত্রী

গত শুক্রবার নিউটাউনের ইকো পার্কে হরিণালয় উদ্বোধন করলেন মাননিয়া মুখ্যমন্ত্রী। প্রায় এক বছরের মধ্যে ইকো পার্কের ৫ ও ৬ নং গেট সংলগ্ন প্রায় ১০ একর জায়গায় গড়ে তোলা হয়েছে এই হরিণালয়টি। এখানে হরিণদের জন্য একটি চিকিৎসালয় ও গড়ে তোলা হয়েছে।

এছাড়াও ইকো পার্কে দার্জিলিঙের ঘুম স্টেশনের ছোট সংস্করণ তৈরি করা হয়েছে। গতকাল এটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখন থেকে এটি সাধারন মানুষের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হল।

পাশাপাশি নিউটাউনের মাদার ওয়াক্স মিউজিয়ামে সারদা মায়ের মূর্তি উদ্বোধন করেন এদিন। এই নিয়ে মাদার ওয়াক্স মিউজিয়ামে মোট ২১টি মূর্তি বসানো হল। মাদার ওয়াক্স মিউজিয়াম বর্তমানে কলকাতার মানুষের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এদিন নিউটাউনের দ্বিতীয় সাবওয়েরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।