February 18, 2016
WB CM announces benefits for contractual and temporary workers

West Bengal Chief Minister Mamata Banerjee yesterday announced a series of steps to make the lives of contractual and casual daily-rated workers of all State Government departments, agencies and institutions easier. The announcements were made at a press conference eat Nabanna yesterday.
The decisions were taken at a meeting of the State Cabinet yesterday.
For Group D contractual and casual workers, services would not be terminated till 60 years of age.
The salary of all such workers has been increased, from Rs 10,000 per month for those working for less than five years, to Rs 20,000 for those working for more than 20 years. The slabs are: less than five years, from five to 10 years, from 10 to 15 years, from 15 to 20 years and more than 20 years.
The services of all Group C contractual and casual daily-rated workers would also not be terminated till 60 years of age.
Their salaries have been almost doubled; and the salaries would be revised upward by 3% every year. Also, after crossing 60 years, they would get a one-time retirement benefit of Rs 2 lakh.
The contractual and casual workers have also been brought under insurance coverage of up to Rs 5 lakh. The government would be spending Rs 500 crore a year to cover their insurance. The number of days of leave has also been increased to 40 days from 30 days.
Besides, a high-powered committee comprising the chief secretary, finance secretary and others would be formed to look into what other benefits can be extended to the contractual and casual daily-rated workers. It would submit its report by August 30.
চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বেশ কিছু সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চুক্তিভিত্তিক ও অস্থায়ী সরকারি কর্মীদের জীবনযাত্রা সহজ করার জন্য বেশ কিছু ঘোষণা করলেন। গতকাল নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
গ্রুপ ডি-র চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করলেন। এইসব কর্মীদের চাকরি থাকবে ৬০ বছর বয়স পর্যন্ত এবং এদের বেতন বৃদ্ধি পাবে ধাপে ধাপে।
যেসব কর্মীরা ৫ বছরের কম সময় চাকরি করছেন সেইসব কর্মীদের বেতন বর্তমানে বৃদ্ধি পেয়ে হল ১০০০০ টাকা। ৫ থেকে ১০ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১২০০০ টাকা। ১০ থেকে ১৫ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১৪,৫০০ টাকা। ১৫ থেকে ২০ বছরের মধ্যে কর্মরতদের বেতন বৃদ্ধি পেয়ে হল ১৭০০০ টাকা।আর ২০ বছরের বেশি যারা চাকরি করছেন তাদের মূল বেতন হল ২০০০০ টাকা।
গ্রুপ সি-র চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরাও ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন।তাদের বেতন দ্বিগুন বৃদ্ধি পাবে।
প্রতি বছর এইসব কর্মীদের বেতন ৩% বৃদ্ধি পাবে।৬০ বছর বয়সের পর তারা এককালীন ২ লক্ষ টাকা নগদ পাবেন।
চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাবে। একই সঙ্গে বছরে ৩০ দিনের বদলে ৪০ দিন ছুটি পাবেন চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা।