January 11, 2017
Vivek Chetana Utsav to pay homage to Swami Vivekananda being observed across Bengal

Bengal Government is celebrating the 154th birth anniversary of Swami Vivekananda in association with Ramkrishna Math and Mission through the three-day long Vivek Chetana Utsav, from January 10-12.
All the 341 blocks, 117 municipalities, 6 municipal corporations and 144 wards of the Kolkata Municipal Corporation, GTA and all the district Sadars are elebrating the Vivek Chetana Utsav through padayatras, exhibition, symposiums and quiz on the life of Swami Vivekananda, debates, exhibition football matches and other cultural programmes.
The State Youth Welfare department, like previous years, has geared up for the festival. It may be noted that Bengal Chief Minister Mamata Banerjee had declared State holiday on January 12, on the birth day of Swami Vivekananda, from the year 2012.
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব
স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার উদযাপন করছে বিবেক-চেতনা উৎসব। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় এই উৎসব রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে ১০-১২ জানুয়ারী।
রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৭ পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌরসংস্থার ১৪৪ ওয়ার্ড, জিটিএ, প্রত্যেকটি জেলা সদরে এই উৎসব উদযাপিত হচ্ছে। অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা, এক্সিবিশন, বিতর্কসভা, ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজ্যের যুবকল্যাণ দপ্তর, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও, নতুন উদ্যমে এই উৎসব পালনে উদ্যত হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজ্যে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।