Latest News

February 1, 2018

Trinamool’s reaction to Union Budget 2018-19

Trinamool’s reaction to Union Budget 2018-19

Trinamool’s reaction to Union Budget 2018-19

Super-flop show; big bluff show. No mechanism to implement announcements.

It is clear that all sections are displeased, disappointed, angry : the unemployed, the farmers, the youth, SC/ST, majority, minority.

People have lost their trust in this government. People have lost their faith. After today’s #Budget, their credibility is now zero.

Bengal gives free treatment and medicines. Our schemes on health, education and the emancipation of girls have already been implemented.

Bengal has already doubled farmer income in 5 years. Now GOI is again talking about doubling farmer income. Will agriculture grow at 12% per annum? They are again bluffing.

– Derek O’Brien, Leader of All India Trinamool Congress Parliamentary Party in Rajya Sabha

 

কেন্দ্রীয় বাজেট নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া

সুপার-ফ্লপ শো; বিরাট ধাপ্পাবাজি। যে ঘোষণাগুলি করা হয়েছে সেগুলি বাস্তবায়িত করার কোনও রূপরেখার কথা বলা হয়নি।

কর্মহীন মানুষ, কৃষক, যুব, তপসিলি জাতি ও উপজাতি, সংখ্যাগুরু, সংখ্যালঘু সমাজের সর্বস্তরের মানুষ অসন্তুষ্ট, আশাহত, ক্ষুব্ধ।

মানুষ এই সরকারের প্রতি বিশ্বাস হারিয়েছে। আজকের বাজেটের পর এই সরকারের আর কোনও গ্রহণযোগ্যতা নেই।

বাংলায় স্বাস্থ্যপরিষেবা ও ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়নের বিভিন্ন প্রকল্প বাংলায় ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

বাংলায় পাঁচ বছরেই কৃষকদের আয় দ্বিগুন হয়েছে। আর কেন্দ্রীয় সরকার এখন কৃষকদের আয় দ্বিগুন করার কথা বলছে। প্রতি বছর কৃষিক্ষেত্রে বৃদ্ধি কি ১২ শতাংশ হারে হবে? আবারও মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।

– ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা