Latest News

April 3, 2018

Trinamool stages dharna in Parliament in solidarity with Dalits

Trinamool stages dharna in Parliament in solidarity with Dalits

Trinamool MPs from Lok Sabha and Rajya Sabha today held a dharna near Mahatma Gandhi’s statue inside Parliament premises against the rising incidents of atrocities against Dalits.

The MPs raised slogans condemning the atrocities on Dalits. They carried posters saying:

Dalit Virodhi Modi Sarkar

We condemn atrocities on Dalits

Bengal Chief Minister Mamata Banerjee had tweeted on Monday appealing for peace. She said, “We are shocked and pained that some of my Dalit brothers and sisters have been killed and injured. We support their cause. I appeal for peace.”

দলিতদের পাশে তৃণমূল, সংসদে ধর্ণা দলের

দেশে দলিতদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূল। আজ সংসদ চত্বরে দলিত-বিরোধী হিংসার প্রতিবাদে ধর্ণা দেন তৃণমূলের সাংসদরা।

এদিন দলিত-বিরোধী হিংসার বিরুদ্ধে স্লোগানও দেন তারা। তাদের হাতে ছিল নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড:

দলিত বিরোধী মোদী সরকার

দলিতদের ওপর অত্যাচারের নিন্দা করছি আমরা

গতকাল শান্তির আবেদন জানিয়ে টুইটও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আমাদের দলিত ভাই, বোনেদের অনেকেই আহত ও নিহত হয়েছেন। আমরা স্তম্ভিত ও মর্মাহত। আমরা ওদের দাবী সমর্থন করি। আমি শান্তির আবেদন জানাচ্ছি।”