March 8, 2014
Trinamool Chairperson`s campaigning advice for Lok Sabha elections

Two days after she announced an impressive list of candidates, Trinamool Chairperson Ms. Mamata Banerjee on March 6 held forth the rules of election battle to her poll soldiers.
On Friday evening, the crammed Harish Chatterjee Street turned into a star-gazing alley as hundreds descended to catch a glimpse of the VIP candidates. All of the Lok Sabha aspirants were present barring screen heartthrob Dev and historian Sugata Bose.
The Chairperson made it clear to her election team that they must stick to the guidelines. Logistics of every contest will be decided and controlled by the party. Candidates must abide by them and work in coordination with either the district party president or the convenor. Contestants were asked to remember that Trinamool is a poor people`s party. So, contestants must maintain a low-profile and meet as many people as they possibly could in the run-up to the polls.
With summer setting in, candidates should start their campaign early in the day, return to their bases for a longish afternoon break and take to the streets again once the sun has set. The guidelines were followed by a task that has been given to each candidate. They must memorize a list of the work done by the party in the last two-and-half years and spell them out at as many public meetings as they can.
The party has decided to send observers to constituencies from where the party has never won but stands a realistic chance this time. An observer will be sent to Darjeeling as well.
—
রাজনীতিতে আনকোরা এক গুচ্ছ নতুন মুখকে ভোটের ময়দানে নামিয়েছেন তিনি। নতুন যুদ্ধক্ষেত্রে নেমে তাঁরা যাতে দিশাহারা না হয়ে পড়েন, তার জন্য টোটকাও বেঁধে দিলেন তিনিই। শুধু দলনেত্রী নয়, একেবারে অভিভাবক সুলভ কায়দায়।
এ বার লোকসভার ভোটে রাজ্যের ৪২টি কেন্দ্রের দলীয় প্রার্থীদের শুক্রবার তাঁর কালীঘাটের বাড়িতে ডেকে গরম মোকাবিলা থেকে জনসংযোগ, সব দাওয়াই–ই বাতলে দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর বিশেষ নজর ছিল রাজনীতির আসরে অনভিজ্ঞদের প্রতি।
এ দিন দলীয় নেতৃত্বের জন্য দিদি–সুলভ নির্দেশ জারি হয়েছে, তারকাদের সকাল থেকে প্রচারে নিয়ে বেলা ১১টা–সাড়ে ১১টার মধ্যে ছেড়ে দিতে হবে। আবার বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত বেরোলেই হবে। শরীর সতেজ রেখে ভোটের প্রচারের জন্য এই যদি `দিদি`র পরামর্শ হয়, তবে ভোটের কাজ মসৃণ ভাবে করার কৌশলও বলে দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রশাসনের আধিকারিক এবং এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উপরে গুরুত্ব দিয়েছেন মমতা।
পুরনো সাংসদদের সঙ্গেই নতুনদের এ দিন কালীঘাটে মমতা ডেকেছিলেন দলের জেলা সভাপতিদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই। ঘাটালের প্রার্থী, অভিনেতা দেব এবং যাদবপুরের প্রার্থী, শিক্ষাবিদ সুগত বসু ছাড়া সকলেই উপস্থিত হয়েছিলেন। বৈঠকে প্রার্থীদের হাতে নির্বাচন বিধির প্রতিলিপি তুলে দিয়ে তা ভাল করে পড়তে নতুন প্রার্থীদের নির্দেশ দিয়েছেন মমতা। তাঁর সরকার এক হাজার দিনে কী কাজ করেছে, প্রচারের সুবিধার্থে তার খতিয়ানও দেওয়া হয়েছে প্রার্থীদের।
প্রচারের কর্মসূচি ঠিক করতে প্রার্থীদের নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী পর্যায়ক্রমে জেলা কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন। আর একেবারে নতুন প্রার্থীদের এলাকায় মমতা নিজেই প্রচারে যাওয়ার চেষ্টা করবেন।