Latest News

June 1, 2017

State Govt to launch 10,000 e-rickshaws

State Govt to launch 10,000 e-rickshaws

The Bengal Government has decided to launch 10,000 e-rickshaws in the State before the panchayat elections in 2018. It would entail a cost of Rs 365 crore on the part of the State Government.

The primary aim of this scheme is giving a means of employment to the youth in rural areas. The scheme is part of the Swami Vivekananda Swanirbhar Prakalpa, one of the glittering successes of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

These e-rickshaws are battery-run and hence environment-friendly. Each charge lasts for a few days, depending on the usage.

Of the cost of Rs 1.25 lakh for each e-rickshaw, 30 per cent would be borne by the Government as a grant, 55 per would be given as loan by banks and 5 per cent would have to be given directly by the buyer.

The Department of Self-Help Group & Self Employment would be in charge of running this scheme.

The State Government is also thinking of permitting e-rickshaws to run in the suburbs of Kolkata.

 

১০হাজার ই -রিকশা নামাতে তৎপর রাজ্য সরকার

রাজ্য জুড়ে জেলাগুলিতে মোট ১০ হাজার ই -রিকশা নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ন ‘মাসের মধ্যে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩৬৫ কোটি টাকা।

গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষেই সরকারের এই অভিনব উদ্যোগ। সরকারি সূত্রের খবর ,স্বামী বিবেকানন্দ স্ব -নিযুক্ত কর্মসংস্থান প্রকল্পে বেকার যুবকদের হাতে ই – রিকশা তুলে দেওয়া হবে।

চিনা প্রযুক্তিতে তৈরী ই -রিকশা কিনতে গড়ে খরচ পড়বে ১ লক্ষ ২৫ হাজার টাকা। তার মধ্যে ৩০ % টাকা রাজ্য অনুদান হিসাবে দেবে। ৫% টাকা গ্রাহককে মেটাতে হবে। বাকি ৫৫% অর্থ ব্যাঙ্ক দেবে ঋণ হিসাবে। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে স্ব -নিযুক্তি দপ্তর।