Latest News

February 8, 2016

‘Shishu Aloy’ at Alipore and Dum Dum correctional homes inaugurated today

‘Shishu Aloy’ at Alipore and Dum Dum correctional homes inaugurated today

Under the inspiring leadership of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, two crèche-cum-playschools for children of female convicts inaugurated today at Alipore Women’s Correctional Home and Dum Dum Correctional Home.

The crèches have been named Shishu Aloy. Women & Child Development and Social Welfare Minister, Dr Shashi Panja today inaugurated at Alipore Women’s Correctional.

 

আজ আলিপুর এবং দমদম সংশোধনাগারে শিশু আলয়ের উদ্বোধন হল

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ২টি শিশু আলয়ের উদ্বোধন করা হল। একটি আলিপুর মহিলা সংশোধনাগারে এবং অপরটি দমদম মহিলা  সংশোধনাগারে।

শিশু বিকাশ এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ মন্ত্রী ডাঃ শশী পাঁজা এটির উদ্বোধন করেন। এছাড়া, পশ্চিমবঙ্গ সরকারের সংশোধন প্রশাসন বিভাগের মন্ত্রী জনাব হায়দার আজিজ সফি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।