February 24, 2016
WB Govt giving free shoes to primary students, free test papers to Madhyamik examinees

The Trinamool Congress Government of West Bengal has brought about a sea change in school education. From setting up thousands of schools to appointing teachers to giving bicycles under the Sabuj Sathi Scheme, Chief Mamata Banerjee’s administration has tried its best to ensure that everyone gets access to quality education. Innumerable schools have been upgraded to secondary and higher secondary levels.
Now, some more measures have been announced with regard to education. To enable everyone to come to school, black shoes have been started to be distributed for free to primary school students, that is, students from classes I to IV, of all government schools. More than 54 lakh students are going to get the shoes.
The government has started giving free test papers to students of class 10 to help them prepare better for Madhyamik examination. Also, some of the books of standards 10 and 12 would be made available for free. The subjects include English, Bengali, Hindi, Santhali, Nepali and Urdu. These new measures would reduce the burden to some extent on many parents.
ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করার পরিকল্পনা রাজ্য সরকারের
তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে বিপুল অগ্রগতি এনেছে। সাইকেল, পাঠ্য বই ইত্যাদির মাধ্যমে যাতে সব ছাত্রছাত্রী শিক্ষার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।
ইতিমধ্যেই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে রাজ্য সরকার।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও এবার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেবে রাজ্য সরকার৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই এই প্রকল্প কার্যকর হবে৷ যে বইগুলি বিনামূল্যে দেওয়া হবে সেগুলি হল- সাহিত্য চর্চা (বাংলা এ), ইংলিশ র্যাপিড রিডার (ইংলিশ বি), মাইন্ডস্কেপ (ইংলিশ বি), হিন্দি পাঠ সঞ্চয়ন, সাঁওতালি, নেপালি (এ), উর্দু (বি)৷ অতিরিক্ত বই হিসাবে দেওয়া হবে- বাংলার ভাষা ও সংস্কৃতি, সাহিত্যকথা৷ এছাড়াও আরও কয়েকটি বই পড়ুয়াদের বিনামূল্যে দেবে সরকার৷
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশ কয়েকটি বই ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে৷ যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিল তারা একাদশ শ্রেণি থেকে বিনামূল্যের বই পাবে৷’
এর পাশাপাশি রাজ্যের স্কুল পড়ুয়ারা বিনামূল্যে যে জুতো পাবে, তা হবে ‘ওয়াটার প্রুফ’৷ নকশা বদলের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক পড়ুয়াদের জন্য বিনামূল্যে জুতো দেওয়ার প্রকল্প চালু হয়েছে৷ যা আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে৷
সরকারি অনুষ্ঠানে কয়েকজন ছাত্রের খালি পা চোখে পড়েছিল মুখ্যমন্ত্রীর৷ তিনি ঘোষণা করেছিলেন বিনামূল্যে গোটা রাজ্যেই ছাত্র-ছাত্রীদের জুতো দেওয়া হবে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সাদা কেডস পাবে তারা৷ পরে ঠিক হয় কালো চামড়ার জুতো দেওয়া হবে৷ বর্ষাকালে সেই জুতো খারাপ হওয়ার আশঙ্কার কথা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিশেষজ্ঞদের পরামর্শে মুখ্যমন্ত্রীই ‘ওয়াটার প্রুফ’ জুতোর ছাড়পত্র দিয়েছেন৷
জুতোগুলি হবে কালো রঙের৷ জুতোর মান ঠিক রাখতে স্কুলশিক্ষা দফতর কারিগরি শিক্ষা দফতরের সাহায্য চায়৷