Latest News

February 13, 2016

Pension plan by WB Govt to alleviate the problems of tea garden workers

Pension plan by WB Govt to alleviate the problems of tea garden workers

The West Bengal Government is starting a pension plan for tea garden workers.

The pension plan would be for three categories of workers – for those who have crossed 60 years of age and have retired, for widows of workers, and for the differently abled.

After the Khadya Sathi Scheme, which entails rice and wheat at 47 paise per kg for tea garden workers and their families, this pension plan would further help to further alleviate the problems of tea garden workers.

 

চা শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প  আনতে চলেছে রাজ্য সরকার

বন্ধ চা বাগানের সঙ্গে জড়িয়ে থাকা আর্থিক ও সামাজিক সমস্যার কিছুটা সুরাহা করতে ত९পর হল রাজ্য সরকার। রাজ্য সরকার চা বাগানের শ্রমিকদের জন্যও পেনশন প্রকল্প শুরু করতে চলেছে।

তিনটি ধাপে শুরু হতে চলেছে পেনশন প্রকল্প। অবসরকালীন অর্থা९ ৬০ বছরের উপরে যাদের বয়স তারা পাবেন এই টাকা, বিধবা পেনশন অর্থা९ স্বামীর যদি মৃত্যু হয়ে থাকে এবং প্রতিবন্ধীদের জন্যও পেনশন।

খাদ্য সাথী প্রকল্পের আওতায় চা শ্রমিকরা ৪৭ পয়সা কেজি দরে চাল ও গম পাচ্ছেন। এরপর এই নয়ুন পদক্ষেপ নিঃসন্দেহে তাদের অনেক স্বস্তি দেবে।