February 22, 2016
New bus routes now connect Bengal and Bihar

The West Bengal Government’s transport sector got a major boost with the launch of an inter-State bus service with Bihar.
Twenty new routes, mainly through uncharted areas (yet to have railway connectivity) of both West Bengal and Bihar, will be opened up. Nine hundred new buses (both AC and non-AC) will ply between destinations like Motihari, Bhagalpur, Chhapra, Katihar and others in Bihar and Siliguri, Rampurhat, Malda and others in West Bengal. Currently there are 45 bus routes between West Bengal and Bihar.
Bus stations with all modern facilities, like the one in Santragachi, will be developed at the major intermittent points. There are further plans to develop bus routes between West Bengal and all eastern and north-eastern States.
Chief Minister Mamata Banerjee has brought about a big change in the State’s transport sector. As she recently said at a project launch function, “We have ushered in a revolution in the transport sector.”
One thousand five hundred buses and 15,000 taxis have been introduced in the last five years. New bus routes, numbering 126, for North and South Bengal were launched about a week back.
The Gatidhara Scheme has also been launched recently, through which unemployed youth are being given financial help to buy commercial vehicles, in order to earn a living.
পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে চালু বাস পরিষেবা
রাজ্যের সঙ্গে বিহারের বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর।
পশ্চিমবঙ্গ ও বিহার মিলিয়ে মোট ২০টি রুট চালু হয়েছে। এসি ও নন এসি মিলিয়ে মোট ৯০০টি বাস চলবে। বাসগুলি চলবে মোতিহারি, ভাগলপুর, ছাপরা, কাটিহার এবং বিহারের বিভিন্ন জায়গায়। শিলিগুড়ি, রামপুরহাট, মালদাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে এই বাস।
বাস স্টেশন গুলোয় সবরকম আধুনিক ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ও উত্তর-পূর্ব রাজ্যের মধ্যে বাস রুট ও বাস পরিষেবা আরও উন্নত করা হবে।
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণ দপ্তরে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। মুখ্যমন্ত্রীর মতে পরিবহণ দপ্তরে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
গত ৫ বছরে প্রায় ১৫০০ টি বাস এবং ১৫০০০ ট্যাক্সি চালু হয়েছে। গত সপ্তাহে উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ্যে প্রায় ১২৬ টি বাস রুট চালু হয়েছে।