February 19, 2016
New booster pumping station to solve Behala’s water issues

With the inauguration of a booster pumping station at Behala Flying Club, Kolkata, yesterday, many a water problem in Behala has now been solved.
The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government has been able to tackle water issues all over the State. This is the beginning of yet another success story.
The project was inaugurated by Education and Parliamentary Affairs Minister, Partha Chatterjee. He also announced the setting up of a polytechnic college and a B Ed college in Behala.
Filtered water from this pumping station in Behala’s ward number 131 would also be piped to areas of Joka. For this purpose, Rs 5 crore would be invested to lay underground pipelines.
বেহালাকে পানীয় জল সমস্যামুক্ত করতে চালু হল নতুন বুস্টার পাম্পিং স্টেশন
দক্ষিণ কলকাতার মানুষের জলের চাহিদা মেটাতে চালু হল বুস্টার পাম্পিং স্টেশন। ইতিমধ্যেই রাজ্যের সব জায়গায় জল সমস্যা মেটানোর জন্যও বেশ কিছু উদ্যোগ নিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। এটি আর একটি প্রয়াস।
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার বেহালা ফ্লায়িং ক্লাব বুস্টার পাম্পিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বেহালায় একটি পলিটেকনিক ও বিএড কলেজ করার কথাও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
ইতিমধ্যেই কলকাতার আরও অনেক জায়গায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বেহালায় শুরু হওয়া এই বুস্টার পাম্পিং স্টেশন সেই উন্নয়নের ধারাবাহিক পদক্ষেপ।
এই বুস্টার পাম্পিং স্টেশনের আংশিক ভূগর্ভস্থ জলধারণ ক্ষমতা ২,৮৫,০০০ লিটার। নতুন এই বুস্টার পাম্পিং স্টেশন চালু হওয়ায় উপকৃত হবেন বেহালার ১১৩ নং ওয়ার্ডের কিছু নাগরিক সহ জোকার কিছু এলাকা। এই প্রকল্পের জন্য ৫ কোটি টাকা খরচ করে মাটির নীচে পাইপ লাইন বসানো হবে।