Latest News

February 19, 2016

New airports planned in Malda and Balurghat

New airports planned in Malda and Balurghat

The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government has been very successful in her efforts to improve air connectivity, both within the State as well as between the State and other States and countries.

The State government has now planned to renovate the airports in Malda and Balurghat to further improve the connectivity of North Bengal. For this purpose, the State Transport Department has sent a proposal to the Airports Authority of India (AAI), which is expected to be approved soon.

The State Public Works Department (PWD) would oversee the work of building the two airports; tenders have already been called.

After Cooch Behar, the renovation of these two airports in Malda and Balurghat would further enhance travel opportunities, both for business and leisure activities.

 

মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা

মালদা ও বালুরঘাটে বিমানবন্দর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

বিমানবন্দরের পরিকাঠামো গড়ে তোলার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে জমি নিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বালুরঘাটে ১৩২ একর জমি এবং মালদায় ১১৪ একর জমির ওপর তৈরি হবে এই পরিকাঠামো।

PWD এই এয়ারপোর্টের পরিকাঠামোগত উনুয়নের মাধ্যমে এর পুনর্নির্মাণ করবে।

কোচবিহারের পর মালদা ও বালুরঘাট বিমানবন্দর চালু হলে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য সবক্ষেত্রেই যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।