Latest News

April 2, 2018

Mamata Banerjee slams Centre for fuel price hike

Mamata Banerjee slams Centre for fuel price hike

With petrol and diesel prices sharply shooting up, West Bengal Chief Minister Mamata Banerjee Sunday hit out at the BJP-led central government for doing little to control the surge.

Mamata Banerjee said the Centre was only “talking” while the people were suffering due to the surge in fuel prices.

“Diesel/petrol prices are rising and rising and rising. People are suffering. Kitchens are burning. Government is only talking,” she said in a Twitter post.

 

 

পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলছে। আর কেন্দ্রীয় সরকার শুধু কথাই বলে। পেট্রল-ডিজ়েলের রেকর্ড দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে এই ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, জ্বালানি তেলের দামবৃদ্ধিতে হেঁশেলে আগুন জ্বলছে, সাধারণ মানুষ ভুগছেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, পেট্রল-ডিজ়েলের দাম যখন বাড়ছে, তখন সরকারের কোনও ভ্রূক্ষেপ নেই। সাধারণ মানুষ পেট্রল-ডিজ়েলের দামবৃদ্ধির যন্ত্রণায় ভুগছেন। কেন্দ্র শুধু বুলি আওড়াতেই ব্যস্ত।