Latest News

April 13, 2017

Mamata Banerjee congratulates Maa-Mat-Manush for the victory in Kanthi Dakshin by-polls

Mamata Banerjee congratulates Maa-Mat-Manush for the victory in Kanthi Dakshin by-polls

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday congratulated the Maa-Mati-Manush for the verdict of victory in the Dakshin Kanthi Assembly by-polls.

The Chief Minister said, “We are grateful to the people for supporting our developmental work. The support the people have shown for us would help us to work peacefully for them”.

“I do not know when ‘Ram’ will become ‘Baam’ and when ‘Baam’ will become ‘Ram’. They sometimes transfer votes to one another. We do not do this… sometimes the CPI-M does it, sometimes the Congress, and even the BJP. It doesn’t matter to us,” she said regarding the results of the Kanthi Dakshin by-polls, after conducting the administrative review meeting for the Murshidabad district.

While speaking to the press after the administrative review meeting of the district, she said that from among the 100 Days’ Work job card holders, two persons would be employed in each of the ICDS centres & PHCs, and for mid-day meals. She also announced that Rs 400 crore has been allotted for Murshidabad under Kandi Master Plan.

The Chief Minister also announced that the 127th birth anniversary of Babasaheb B R Ambedkar will be held in all the 341 blocks in the state on April 14.

 

কাঁথি দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর মা-মাটি-মানুষকে অভিননন্দন জানালেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ের পর মা-মাটি-মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ আমাদের কাজ সমর্থন করেছে তাই আমরা কৃতজ্ঞঃ। মানুষের এই সমর্থন আগামী দিনে আমাদের নরম মনোভাব নিয়ে কাজ করতে সাহায্য করবে”।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি জানিনা রাম কখন বাম হয় আর বাম কখন রাম হয় । ওরা নিজেদের মধ্যে ভোট আদান-প্রদান করে, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো বিজেপি। আমরা তা করি না।”

জেলার প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আই সি ডি এস সেন্টার, মিড ডে মিল ও প্রাইমারি হেলথ সেন্টারে ২ জন করে ১০০ দিনের কর্মীকে নিযুক্ত করা হবে, এর ফলে কর্মসংস্থান বাড়বে। কান্দি মাস্টার প্ল্যানের জন্য এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে ৪০০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, আগামী ১৪ এপ্রিল রাজ্যের ৩৪১ টি ব্লকে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পালন করবে রাজ্য সরকার।