Latest News

February 17, 2016

KMC’s health initiatives a model for other municipalities

KMC’s health initiatives a model for other municipalities

The Trinamool Congress-led Kolkata Municipal Corporation (KMC) is keeping a strict eye on any signs of appearance of the Zika virus. The World Health Organisation (WHO) has declared the Zika virus as a Public Health Emergency of International Concern (PHEIC) due to its rapid spread in some parts of the world.

KMC officials have said that the corporation anyway carries out cleanliness drives throughout the year. It also requests people to maintain basic hygiene in their surroundings. As a part of its cleanliness awareness programme, it is organising a workshop on February 27 (Saturday after next) at Uttam Mancha.

As a policy, KMC is always on the alert for the appearance of any vector-borne diseases like malaria, dengue et al. The civic health centres are involved in working on the diseases not only before the monsoon, but throughout the year to eliminate the occurrence of these diseases.

West Bengal Chief Minister Mamata Banerjee has praised the developmental work undertaken by the KMC. She has cited these works to be worth emulating by the other municipalities. The KMC’s health department would be helping others municipalities to fight vector-borne diseases.

 

KMC-র স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উদ্যোগ অন্য পুরসভার কাছে একটি মডেল

তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা জিকা ভাইরাস ঠেকাতে প্রস্তুত। এই ভাইরাসের আবির্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি আন্তর্জাতিক পাবলিক হেলথ এমারজেন্সির তকমা দিয়েছে।

পুরসভার আধিকারিকরা জানান সাড়া বছরই তারা সাফাই অভিযান চালিয়ে যান, মানুষকে অনবরত সতর্ক করেন ও তাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবেদন করেন। এই বিষয়ে আগামী ২৭শে ফেব্রুয়ারি এই উপলক্ষে উত্তম মঞ্চে একটি ওয়ার্ক শপের আয়োজন করা হয়েছে।

নীতিগতভাবেই কলকাতা পুরসভা বিভিন্ন পোকা মাকড়জনিত রোগ- ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি বিষয়ে সবসময় সতর্ক থাকে। বর্ষার সময় শহরে যাতে এসব রোগের আবির্ভাব না হয় সেজন্য সাড়া বছর কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা নেয়।

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার এই অভিনব প্রয়াসের জন্য অনেক প্রশংসা করে বলেছেন বাকি পুরসভাদেরও এই পদক্ষেপ নেওয়া দরকার। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ বাকি পুরসভাগুলিকেও এই বিষয়ে শিক্ষা প্রদান করবে।