February 27, 2016
KMC launches reloaded app, with new features

The Kolkata Municipal Corporation (KMC) has reworked on the app it had launched some months back and has launched it in a new avatar to provide online access to many more services. It was launched last Wednesday by the corporation’s Trinamool Congress Mayor Sovan Chatterjee. It has been developed by the civic Information Technology Department.
The new app can be now loaded on to all the three popular operating systems running on phones – Android, Windows and Apple.
This new avatar has a host of added services. It will now enable users to apply online for new water supply connection, drainage connection, building plan sanction and birth certificates, among other services.
The app now also has the ability to give information about the location of Kolkata’s pay-and-use toilets and KMC’s e-collection centres.
Here are the links for the app:
For Android phones, please CLICK HERE
For Windows, please CLICK HERE
নাগরিক পরিষেবা সুগম করতে কলকাতা পুরসভার নতুন অ্যাপ
প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষে কলকাতা পুরসভা। পুরসভার তথ্যপ্রযুক্তি দপ্তরের তরফ থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাধিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ই-পরিষেবাতে সাড়া দেশের মধ্যে সেরার শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ। সেই পরিষেবাকে আরও ছড়িয়ে দিতেই এই নতুন উদ্যোগ পুরসভার। বুধবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে মেয়র শোভন চ্যাটার্জি অনলাইনের মাধ্যমে একাধিক পরিষেবা চালু করেন।
ব্যস্ত জীবনে মানুষ যাতে সহজে সহজে ঘরে বসেই সমস্ত কিছু চটজলদি করতে পারে সেই ভাবনা থেকেই এই অনলাইন পরিষেবা চালু করা হল। বিল্ডিং, আরটিআই, জলের ট্যাঙ্ক, জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন সহ একাধিক পরিষেবা চালু হল। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগও জানাতে পারবেন।
বাড়িতে নিকাশি লাইন নেওয়ার জন্য কোথাও যেতে হবে না আবেদনকারীকে। ঘরে বসে পুরসভার ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে শহরে কোথায় পে অ্যান্ড ইউস টয়লেট আছে তাও জানা যাবে। জানা যাবে পুরসভার ই- কালেকশন সেন্টারের ঠিকানাও।
এপ ডাউনলোডের স্থান:
এনড্রয়েড ডিভাইসের জন্য, এখানে ক্লিক করুন
উইন্দোজ ডিভাইসের জন্য, এখানে ক্লিক করুন