June 23, 2017
Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.
Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.
Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.
Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.
বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ
বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।
রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।
এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’
নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।
আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।