February 20, 2016
Jhargram Zoological Park – New feather in Jangalmahal’s cap

Jhargram in Paschim Medinipur district, in the Jangalmahal region, is all set to become a tourists’ paradise.
West Bengal Chief Minister Mamata Banerjee laid the foundation stone for a zoo there recently, which has been named Jangalmahal Zoological Park.
The already-existing mini zoo, about three kilometres from the town, will be converted into this full-fledged zoo. It will be located on about 23 hectares and would be the largest zoo in South Bengal.
The mini zoo has animals like barking deer, bears, peacocks, jungle cats, crocodiles, spotted turtles, snakes as well as different species of birds. Many more species would join them after the formation of the full-fledged zoo, including tigers, leopards, monkeys and other animals.
There would also be a sanctuary for birds and even an animal hospital. Roads would also be constructed inside the zoo for people to move around comfortably.
ঝাড়গ্রাম জুলজিকাল পার্ক – জঙ্গলমহলের শিরোপায় নতুন পালক
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার ঝাড়গ্রাম এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েকদিন আগেই জঙ্গলমহলে একটি চিড়িয়াখানার শিলান্যাস করেন যার নাম ‘জঙ্গলমহল জুলজিকাল পার্ক”।
দক্ষিণবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানাটি ২৩ হেক্টর জমির ওপর তৈরি হবে।
এই ছোট চিড়িয়াখানাটিতে বার্কিং ডিয়ার, ভালুক, ময়ূর, জংলী বিড়াল, কুমীর, কচ্ছপ, সাপ ও বিভিন্ন ধরনের পাখি আছে। চিড়িয়াখানা পুনর্নির্মাণের পর আরও কিছু প্রজাতির পশু পাখি যেমন- বাঘ, চিতাবাঘ, বাঁদর ও অন্যান্য পশু পাখি আনা হবে।
সেখানে একটি বার্ড স্যাংচুয়ারিও হবে যেখানে পশু-পাখি চিকিৎসালয়ও থাকবে। চিড়িয়াখানার ভেতরে রাস্তাও তৈরি হবে যাতে মানুষ ঘুরে তা দেখতে পারেন।