June 14, 2017
Give blood, save life: Mamata Banerjee on World Blood Donor Day

On the occasion of World Blood Donor Day, Bengal Chief Minister Mamata Banerjee urged everyone to ‘Give Blood, Save Life’.
She said there is an acute shortage of blood during summers and hence the Bengal Government held a fortnight-long blood donation initiative. The Chief Minister had urged police personnel and her party Trinamool Congress workers to organise blood donation camps in the city and across districts to mark the sixth anniversary of her government.
The Chief Minister expressed her gratitude to the administration, police and the Trinamool workers for collecting 60,000 bottles of blood in 15 days.
রক্তদান জীবন দান: ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে মুখ্যমন্ত্রী
“রক্তদান জীবন দান”-একথা আমরা চিরকাল শুনেছি। এও দেখেছি রক্তের অভাবে বহু তরতাজা প্রান হারিয়ে যায়। এতদিন পর্যন্ত কোনও সরকার রক্তদানের ওপর জোর দেননি।
মা,মাটি, মানুষের সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের রক্তদানের জন্য আহ্বান জানান। যেহেতু গ্রীষ্মকালে রক্তের সঙ্কট সব থেকে বেশী হয়, তাই রক্তদানের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
তাঁর এই উদ্যোগ চূড়ান্ত সাফল্য পেয়েছে; মাত্র ১৫ দিনেই ৬০,০০০ বোতল রক্ত সংগ্রহ হয়েছে। আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে তিনি টুইটারে ধন্যবাদ বার্তা জানিয়েছেন রাজ্য প্রশাসন, পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের। এছাড়াও তিনি সকলকে আহ্বান জানিয়েছেন রক্তদান করতে।
Image source: Daily Mail