Latest News

June 12, 2017

Do not pay heed to rumours: Mamata Banerjee tells farmers in Bhangor

Do not pay heed to rumours: Mamata Banerjee tells farmers in Bhangor

Chief Minister Mamata Banerjee spoke at a public meeting in Bhangor in South 24 Parganas district, where she criticised the way the locals were fed wrong facts about an upcoming power grid in the area.

She said, “You can always come to us for your problems. Do not pay heed to outsiders. Do not fall in their trap. Electricity is essential for daily life, industry. A power grid will generate employment. Power transmission lines do not affect the womb of women, it does not destroy crops. Do not believe in rumours”.

She warned, “A few promoting companies want to convert farmland into housing projects. If power grid comes up they cannot do that. These promoting companies have brought outsiders to mislead people. They want to deprive you of electricity”.

“We have brought a law to forbid conversion of agricultural land for promoting business. These promoting companies are trying to cheat farmers and grab their land. We will recover all arms that have been brought to Bhangar by outsiders. If you have grievances against any political leaders in Bhangar, let us know”.

“I cannot be intimidated with threats. Some people said they’ll not let me enter Darjeeling. But I did. You have nothing to worry. Your Didi is here,” Mamata Banerjee reassured the people.

 

বহিরাগতদের ফাঁদে পা দেবেন না: ভাঙড়ে বললেন দিদি

আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একটি জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি পাওয়ার গ্রিডের প্রকল্প কিছুদিন আগে বন্ধ হয় ওই অঞ্চলে। সেই ব্যাপারে তিনি বলেন, আপনাদের সমস্যা হলে আমাদের কাছে আসুন। ভাঙড়ের কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাদের জানান। কিন্তু বহিরাগতদের ফাঁদে পা দেবেন না।”

মুখ্যমন্ত্রী বলেন, “রোজকার জীবনে, শিল্পের জন্য বিদ্যুৎ প্রয়োজনীয়। বিদ্যুৎ হলে কর্মসংস্থান হবে। কেউ কেউ ভুল বোঝাচ্ছে যে বিদ্যুতের তার গেলে নাকি বাচ্চা নষ্ট হয়ে যায়, জমি নষ্ট হয়ে যায়।”

যারা ভুল বুঝিয়ে গ্রামবাসীকে উস্কানি দিয়েছে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কিছু প্রমোটিং কোম্পানি আছে যারা চাষের জমি কম দামে কিনে সেখানে বড় বিল্ডিং তৈরী করবে,পাওয়ার গ্রিড হলে ওরা এসব করতে পারবে না। কিছু লোক টাকা দিয়ে এসব বাইরের লোকেদের নিয়ে এসেছে, যাতে এখানে প্রমোটিং করতে পারে, যাতে এখানে বিদ্যুৎ না আসে।”

জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন আপনারা আলোয় থাকবেন না অন্ধকারে? ভাঙড়ের মানুষ সমবেত ভাবে উত্তর দেন, তারা আলোয় থাকতে চান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা আইন এনেছি যাতে কৃষিজমিতে কৃষিকাজই করা হয়, প্রোমোটিং না করা যায়। এই প্রোমোটাররা গ্রামবাসীদের ভুল বুঝিয়ে ওদের জমি দখল করতে চায়। দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়ে জানান, বাইরে থেকে ভাঙড়ে যত অস্ত্র আনা হয়েছে আমরা সব বাজেয়াপ্ত করব।

সমগ্র গ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনাদের দিদি থাকতে কোনো চিন্তার কারণ নেই।