February 9, 2016
Central Potato Research Institute to set up its research station in West Bengal
The West Bengal Government is making all arrangements for setting up a research station of Central Potato Research Institute (CPRI) in Paschim Medinipur district.
CPRI is an exclusive centre for potato research, which was established in Shimla in 1935.
For the purpose, the State Government has allotted 50 acres to CPRI. “We have already chosen a plot in Paschim Medinipur for setting up a seed processing plant to increase potato production in the state as per the climatic conditions available here,” said Arup Roy, Minister of Agriculture.
On an average, farmers in West Bengal spend Rs 600 for producing one quintal of potatoes. The setting up of the seed processing unit will enable farmers to procure seeds from within the state and thus bring down the cost of production.
আলু বীজ তৈরিতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের
রাজ্যে আলু বীজ তৈরি করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় সেন্ট্রাল পোট্যাটো রিসার্চ ইন্সটিটিউটের একটি গবেষণা কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার।
সেন্ট্রাল পোট্যাটো রিসার্চ ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় সিমলায় ১৯৩৫ সালে।
এই গবেষণা কেন্দ্রের জন্য ৫০ একর জমি পাওয়া গেছে। কৃষিমন্ত্রী অরূপ রায় জানান, “আমরা ইতিমধ্যেই সিপিআরআই কে দেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুরে জমি চিনহিত করেছি। কিন্তু উপযুক্ত বীজ উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার জন্য ২০০ একর জমি প্রয়োজন”।
পশ্চিমবঙ্গে কৃষকদের প্রতি কুইন্টাল আলু উ९পাদনে ব্যয় হয় ৬০০ টাকা। আলু বীজ গবেষণা কেন্দ্র তৈরি হলে কৃষকরা এখান থেকেই বীজ কিনতে পারবেন, এর ফলে তাদের উৎপাদনের খরচ অনেক কমবে।